published in Kaler Kantho's fun magazine GhorarDim (18/12/2011) |
অনামিকা মন্ডল
সর্বক্ষেত্রে যে ডিজিটাল হ্ওয়া লেগেছে তা এখন সর্বজন স্বীকৃত। তার আরো একবার প্রমান মিললো আমার এক বন্ধুর কাহিনী শুনে। বন্ধুটির নাম বিস্ময়, ও অনেক আপডেটেড। নতুন কোন টেকনোলজি বের হবার সাথে সাথে ও সেটার নাড়ি নক্ষত্র না জেনে স্থির হতে পারে না। বন্ধু মহলে ্ও ডিবি নামে পরিচিত, মানে ডিজিটাল বিস্ময়। যাই হোক, একদিন ওকে বেশ উৎফুল্ল দেখে কারণ জানতে চাইলাম। ও কোন কাহিনী না করে ওর উৎফুল্ল হবার কাহিনী বলতে লাগল.. .. ... .. ..!
কাহিনীটির সারমর্ম ছিল এরকম- গতকাল জবি থেকে বাসায় ফেরার পথে, ও এক লোকাল বাসে উঠেছিল। সৌভাগ্যবশত একটা সিট্ও পেয়ে গেল। সিটে বসার সময় ও খেয়াল করল ওর পেছনের সিটটাতে একটি মেয়ে বসা, পাশে আরেকজন বড় ভাই টাইপ ভাব নিয়ে বসে আছে। মেয়েটির হাতে ২টা মোবাইল। বিস্ময় সিটে বসে ভাবছে মেয়েটা ২টা মোবাইল নিয়ে কি করছে! হঠাৎ ্ওর মাথায় বুদ্ধি এন্টার করল। ও তাড়াতাড়ি নিজের মোবাইলটা বেড় করে ব্লুটুথ অন করল, তারপর *ইনকোয়ারি অডিও ডিভাইস* এ ক্লিক করলো। এরপর সার্চিং সার্চিং.. .. ...হুম পাওয়া গেল ৩টা ডিভাইস! শফিক, আতিক এন্ড শিমু! বিস্ময়তো খুশি, ১ম ধাপে নিজেকে সফল হয়েছে বলে। তারপর ওর ২য় ধাপ, নিজের নাম এবং মোবাইল নাম্বার লেখা একটা পিকচার শিমু ডিভাইসে সেন্ট করলো, ভয়ে ছিল যদি এক্সেপট না করে তা নিয়ে। কিন্তু মজার বেপার, ওর পিকচারটা একসেপ্টেড হোলো! ও তো মহাখুশি, আর্ও খুশি হল যখন একটা আননোন নাম্বার থেকে মিসকল এন্ড এস এম এস পেল যে " বাই, চলে যাচ্ছি"। ও ঘাড়টা ঘুরাতে গেল ঠিক তখন সেই বড় ভাই টাইপ লোকটার চোখে চোখ পরল। ঐ লোকটা এবং সেই মেয়েটা নেমে গেল। তারপর থেকে এস এম এস আর এস এম এস! আজ শিমুর আসার কথা আমাদের ক্যাম্পাসে তাইতো বিস্ময় এক্সাইটেড! আমার কাছে আইডিয়া চাইলো কিন্তু আমি বলে দিলাম যে আমার ঘোড়ার ডিম মার্কা আইডিয়ায় ডিপেন্ড না করে, নিজের বুদ্ধিতে কাজ কর।
অবশেষে সেই আকাঙ্খিত মুহূর্ত, বিস্ময় এর মোবাইলে এস এম এস এল " আমি চলে এসেছি, যেখানে দাড়িয়ে আছ সেখানেই দাড়িয়ে থাকো। তোমাকে আমি দেখতে পেয়েছি।" বিস্ময় এস এম এস টা আমাদের দেখালো।
এরপর ওর দিকে তাকিয়েতো আমরা বিস্মিত হয়ে গেলাম, হা কোরে আছে! একটু পর দেখলাম কয়েকজন বড় ভাই সামনে এসে দাড়ালো। এদের মধ্যে একজন বলছে," কিরে চান্দু, এহন ব্লুটুথ দিয়া গার্লফ্রেন্ড খোজঁ? " আরেকজন বলল," শিমু ভাই, এত কথা না কইয়া খালি আ্ওয়াজ দেন, দেহেন কেমনে সাইজ করি!" ৩নং জন বলছে," ভাই ডিজিটাল পোলা, ডিজিটাল সাইজ করন লাগবো। শিমু ভাই, আপনার ভাইরাসে ভরা মেমরি কার্ডটা দেন, ওর মোবাইলে সেট কইরা ভাইরাসফুল কইরা দেই!".. .. .. ..
এসব কথা শুনে আমাদেরই জানে পানি নাই, আর বিস্ময়তো ফিট হয়ে গেল। যতটানা ভয়ে তারচেয়ে বেশী দুঃখে! বেচারা। তবে ফিট হয়ে ভালই করেছে, ঘটনাটা আর বাড়তে পারে নাই।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thanks.