cartoon - indrajit emon. |
অনামিকা মন্ডল
আমার ক্লাশ ্ওয়ানের এক কিউট ছাত্রী আছে, নাম প্রীতি। ্ওকে পড়াতে অনেক মজা পাই, কারণ ্ও ভাল ছাত্রী (কার ছাত্রী দেখতে হবে না!) সুতরাং আমার পরিশ্রম কম হয়। আবার পড়ানোর সময় ছাত্রীর মা (নাম মুনি) অনেক মজার মজার গল্প করেন, তাই একটা ঘন্টা আমার ভালই কাটে। মুনি আপুর সাথে আমার বয়সের পার্থক্য বেশী না। ্ওনার জীবনের অনেক ঘটনার মধ্যে একটা ঘটনা মনে পরলে এখনো আমার হাসি পায়, সেটাই এখন শেয়ার করব.. .. .. ..
মুনি আপুর বিয়ের কিছুদিন পরের ঘটনা, হারুন ভাই ( প্রীতির বাবা) জেদ ধরে বসলেন যে তিনি আজ রাতেই শ্বশুড় বাড়ি থেকে নিজের বাড়িতে যাবেন। একদিকে শীতকাল অন্যদিকে বেশ রাত হয়ে গেছে, গ্রামের বাড়ি তাই সব জায়গা অলরেডী নির্জন হয়ে গেছে। যদ্িও দু'বাড়ির মধ্যে দুরত্ব বেশী নয়, আবার কম্ও বলা যায় না। এক বাড়ি থেকে আরেক বাড়ি যেতে মাঝখানে একটি গোরস্থান অতিক্রম করে যেতে হয়। চারিদিকে ঘন কুয়াশা থাকায় চাদ্ঁও দেখা যাচ্ছে না! এর মধ্যে বাইরে বের হ্ওয়ার কথা চিন্তা করত্েও সাহস দরকার, তার উপর আবার গোরস্থান পেরিয়ে যেতে হবে! মুনি আপুতো যেতেই চাচ্ছেন না। এদিকে হারুন ভাই, যেহেতু একবার বলেই ফেলেছেন তখন না গেলে তার প্রেজটিজ প্লাস্টিক হয়ে য্াওয়ার সম্ভাবিলিটি আছে তাই তিনি যাবেনই। অবশেষে মুনি আপুর বাড়ির সবার নিষেধ উপেক্ষা করে দু'জন বেড়িয়ে পরলেন।
ঘুটঘুটে অন্ধকারের মধ্যে দু'জন হেটেঁ চলেছেন.. ..। হারুন ভাই বিভিন্ন ধরনের কথা বলছেন আর হাটঁছেন, তার কথা শুনে বোঝা যাচ্ছিল এ রকম সিদ্ধান্ত নেয়ায় তিনি নিজ্েও নিজের উপর বিরক্ত। মুনি আপুতো কোনো কথাই বলছেন না, ভয়ংকর রকম রেগে আছেন তাই। হাতে অবশ্য টর্চ লাইট আছে, তারর্পেও রাতের অন্ধকারকে ভয় পায় না এমন মানুষ খুব কমই আছে। হারুন ভাই আস্তে আস্তে হাঁটছিলেন, তিনি চাচ্ছিলেন না গোরস্থান অতিক্রম করতে। কিন্তু হাটঁতে হাটঁতে একসময় গোরস্থানের কাছে চলে এলেন দু'জন!অনেকটা যায়গা জুরে গোরস্থানটা, এটা পার হলেই ভাইয়ার বাড়ি। দু'জনেই কাপঁছিলেন, ভয় + শীত দুটোর কাপুনি সহ্য করতে হচ্ছে মুনি আপুকে।
হারুন ভাইযে ভয় পাচ্ছেন তা যতটা সম্ভব আড়াল করতে ব্যস্ত তিনি। হাটুঁ ঠক ঠক করে কাপাঁর দায়টা শীতের ঘাড়েঁই চাপালেন তিনি। এমন সময় মুনি আপু বললেন,
--- আমি আর যাবো না, অনেক ভয় লাগছে!!!!
হারুন ভাই বললেন
--- কিসের ভয়! ম্যা হু না! তুমি এক কাজ করো, আমার হাত ধরে চোখ বন্ধ কোরে হাটঁতে থাকো।
মুনি আপু তাই করলেন, হাটঁছেন আর সূরা পড়ছেন.. ... ! কিছুক্ষন পর মুনি আপু জিজ্ঞেস করলেন, আর কতদূর বাকী! হারুন ভাই কোন কথা বললেন না। আপুতো টেনশনে পরে গেলেন, কিছুদূর গিয়ে আবার জিজ্ঞেস র্কেও কোনো জবাব না প্াওয়ায় তিনি দাড়িয়ে গেলেন। চোখ খুলে হারুন ভাইয়ের দিকে তাকালেন, এরপর যা দেখলেন তা দেখে ভয়ে এবং রাগে হাত ছেড়ে দিয়ে দৌড় শুরু করলেন আপু। ভাইয়্াও পিছন পিছন ছুটছেন.. .. .. .. ..!
যা দেখেছিলেন--- হারুন ভাই চোখ বন্ধ কোরে হাটঁছিলেন আর মুখে সূরা পড়ছিলেন.. .. .. ..!!
anamika.aana92@yahoo.com
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thanks.