আজব শীতকা গাজব গরম!
অনামিকা মন্ডল
আসিফকে দেখা গেল বারান্দাতে হাসি হাসি মুখ করে বসে আছে। এমন সময় ফরিদ এসে হাজির হল সেখানে। দু'জন খুব ভাল বন্ধু, প্রায় সব ঘটনা শেয়ার করে একে অন্যকে। ফরিদ, আসিফের হাসির কারণ জানতে চাইল। আসিফ বলতে চাচ্ছে না, ফরিদ জোরাজুরি করে যাচ্ছে নন-স্টপ। কিছুতেই কিছু হচ্ছে না, তখন ফরিদ হুমকি দিলে যে ভাবীকে ডেকেই জেনে নেবে কাহিনী কি! আসিফ তোরিঘোরি করে বলল,
--- ্ওর সামনে আর প্রেজটিজ প্লাস্টিক করিস না, আমি কইতাছি।
কাহিনীটা ছিল এমন.. .. .. .. ..
আসিফ দুপুর বেলা শুয়ে ছিল ল্যাপ গায়ে দিয়ে। আকাশ মেঘলা তাই শীতটা একটু বেশীই পরেছিল তখন। ঠান্ডায় কাপঁছিল সে, এমন সময় আসিফের বৌ এসে ল্যাপটা নিয়ে পানিতে চুবিয়ে দিল! ভাবী কাজটা এত তারাতারি করল যে বাধা দেবার টাইম পেল না আসিফ!
আসিফতো রেগে যাচ্ছিল এমন সময় ভাবী ফ্যানটা ফুল প্াওয়ারে ছেড়ে দিয়ে গেল! আসিফ আর সহ্য করতে পারল না, রাগে ফুলতে ফুলতে ভাবীর কাছে গেল। গিয়ে বলল,
--- এই, তোমার প্রবলেম কি! এই শীতের মধ্যে আমাকে ল্যাপহীন করলে, তারপর ফ্যানটা ছেড়ে দিলে! রাগে আমার চান্দি গরম হয়ে যাচ্ছে, সারা শরীর থেকে মনে হচ্ছে আগুন বেড় হচ্ছে.. .. .. ..!
অবশেষে ভাবী মুখ খুললেন,
--- যাক, আমার প্রচেষ্টা সাকসেসফুল হোলো। একটু আগেই তো বলছিলে, ঠান্ডায় জমে যাচ্ছ। কত সহজে তোমাকে গরম করে দিলাম!
অনামিকা মন্ডল
আসিফকে দেখা গেল বারান্দাতে হাসি হাসি মুখ করে বসে আছে। এমন সময় ফরিদ এসে হাজির হল সেখানে। দু'জন খুব ভাল বন্ধু, প্রায় সব ঘটনা শেয়ার করে একে অন্যকে। ফরিদ, আসিফের হাসির কারণ জানতে চাইল। আসিফ বলতে চাচ্ছে না, ফরিদ জোরাজুরি করে যাচ্ছে নন-স্টপ। কিছুতেই কিছু হচ্ছে না, তখন ফরিদ হুমকি দিলে যে ভাবীকে ডেকেই জেনে নেবে কাহিনী কি! আসিফ তোরিঘোরি করে বলল,
--- ্ওর সামনে আর প্রেজটিজ প্লাস্টিক করিস না, আমি কইতাছি।
কাহিনীটা ছিল এমন.. .. .. .. ..
আসিফ দুপুর বেলা শুয়ে ছিল ল্যাপ গায়ে দিয়ে। আকাশ মেঘলা তাই শীতটা একটু বেশীই পরেছিল তখন। ঠান্ডায় কাপঁছিল সে, এমন সময় আসিফের বৌ এসে ল্যাপটা নিয়ে পানিতে চুবিয়ে দিল! ভাবী কাজটা এত তারাতারি করল যে বাধা দেবার টাইম পেল না আসিফ!
আসিফতো রেগে যাচ্ছিল এমন সময় ভাবী ফ্যানটা ফুল প্াওয়ারে ছেড়ে দিয়ে গেল! আসিফ আর সহ্য করতে পারল না, রাগে ফুলতে ফুলতে ভাবীর কাছে গেল। গিয়ে বলল,
--- এই, তোমার প্রবলেম কি! এই শীতের মধ্যে আমাকে ল্যাপহীন করলে, তারপর ফ্যানটা ছেড়ে দিলে! রাগে আমার চান্দি গরম হয়ে যাচ্ছে, সারা শরীর থেকে মনে হচ্ছে আগুন বেড় হচ্ছে.. .. .. ..!
অবশেষে ভাবী মুখ খুললেন,
--- যাক, আমার প্রচেষ্টা সাকসেসফুল হোলো। একটু আগেই তো বলছিলে, ঠান্ডায় জমে যাচ্ছ। কত সহজে তোমাকে গরম করে দিলাম!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thanks.