মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১২

LOVE LETTER

লাভ লেটার
cartoon- indrajit emon
অনামিকা মন্ডল

সেই দিন ফার্স্ট লিখেছিলাম ফার্স্ট লাভ লেটার,
আজো হাসি ভেবে কি হয়েছিল অবস্থা সেটার!
কি দিয়ে করি সম্বোধন হায়, কি দেই শিরোনামে-
ডিয়ার, মাই হার্ট নাকি মাই লাভ ভেবেছি শরমে,
ডিয়ার দিয়েই শেষ মেশ চিঠি শুরু করলাম লেখা
সেটাই শেষে কাল হয়ে এল বানাল আমায় বোকা।
D E A R না লিখে ভুলে লিখি D E E R
প্রিয় না লিখে হরিণ লেখায় খেয়েছি কত মার!
সেইদিন থেকে ভালবাসা ভাল লাগে না আর,
তবু স্মরনীয় প্রথম লেখা মোর প্রথম লাভ লেটার!!

ছোট্ট ছিলাম আমি বেশ সবে স্কুলেতে পড়ি-
সেইদিনই লাভ লেটার লেখার হয়েছিল হাতে খড়ি।
লিখেছিলাম তোমায় পেলে বাচঁবোনা আমি আর,
লেখার পরে সুযোগ হয়নি রিভিশন দেবার।
তাই লেটারের সাথে আমাকেও ও ছুড়ে ফেলল দূরে
সেইদিনই ফার্স্ট বুঝেছিলাম লাভ নেই লাভ করে!!

আরেকখান চিঠি লিখেছিলাম তারে সেটাই লাস্ট লেটার,
সেটার পরিনতি আরো অদ্ভুদ হাস্যকর ব্যাপার।
লিখলাম ডিয়ার ক্ষমা করে দাও আই এম ভ্যারি সরি,
বিলিভ না হয় সামনে এসো এ তোমার দু কান ধরি!!
এ চিঠি পড়ে লাঠি নিয়ে ও দিল আমায় তাড়া,
তাই দেখে শুনে কেটে পরি ভয়ে আজো আমি ঘর ছাড়া!!

ভুল ভুল ভুল ফের হয়ে গেল, চোখে দেখলাম সব এলোমেলো-
প্রেমের সাথে শেষ মেশ যেন, প্রেজটিজ টাও গেল!!

সেই দিন থেকে শপথ নিলাম লিখবোনা লেটার,
লেটার লেখা ব্যান্ড করতাম হলে আমি সরকার।
লেটার লিখে কেউ আমার মত হইয়োনা ননসেন্স,
লেটার লিখতেও লাগে অনেক EXPERIENCE !!!
anamika.aana92@yahoo.com

1 টি মন্তব্য:

thanks.