পরিবর্তনেও চেইন্জ আনা দরকার!
পরিবর্তন চাই শীর্ষক এক সম্মেলনের মিডিয়া পার্টনার দেশের অনামধন্য পান ম্যাগাজিন থেরাপি! আর যথরীতি রিপোর্টার হিসেবে থাকছেন অনামিকা মন্ডল।
আমি এখন একটা প্যানেলের সামনে দাড়িয়ে আছি, প্যানেলটা অনেকটা ফানেলের মত দেখাচ্ছে। প্রোগ্রাম শুরু হবার আগে অনুষ্ঠানের একজন কর্ণধারের সাথে কথা বলতে চাচ্ছি। কিন্তু কথাবলার মত উপযুক্ত কাউকেই পাচ্ছি না, অনুষ্ঠানের সভাপতি, প্রতিনিধিগন উপস্থিত থাকলেও "উপ" যুক্ত মানে উপ-সভাপতি কিংবা উপ প্রতিনিধিগন কারোই খোজঁ মিলছিল না! অবশেষে অনুপযুক্ত সভাপতির সাথেই কথা বলার সিদ্ধান্ত নিলাম ! ওনার সাথেই আসুন কথা বলা যাক........
অনামিকা: ভাই অনুষ্ঠানতো শুরু হবে হবে ভাব আর আপনি এখনো ঝিমুচ্ছেন কেন?
সভাপতি: যখন আমার ঘুম আসেনা তখন বাংলা সিনেমা দেখতে যাই, গত রাতে একটা বাংলা সিনেমা সহ্য করেছিলাম! এখনো তার রিয়েকসন ফিল করতেছি......, ঘুমে কইলজা ফাডি যাইতেছে! যাউজ্ঞা, একটা পরিবর্তন লক্ষ্য করলাম সিনেমায়!!
অনামিকা: তাই নাকি!!! আমিতো জানতাম বাংলা সিনেমা ইউনিভারসাল ট্রুথ এর মত অপরিবর্তনশীল! তা কি পরিবর্তন লক্ষ্য করলেন?
সভাপতি: আমি রেগুলার যে হলে সিনেমা দেখি সেখানকার বড় টিভিটা মনে হয় নতুন কিনছে। আগেতো খালি ঝির ঝির করত, কাল দেখলাম ঝির ঝির করল না!
অনামিকা: ও! আপনার মতে বাংলা সিনেমায় আর কি পরিবর্তন আনা যেতে পারে?
সভাপতি: সিনেমায় প্রায়ই দেখা যায় কোনো রোগীর রক্তের প্রয়োজন পরলে রক্ত পাওয়া যায় না! আমার মতে যাদের রক্তের গ্রুপ বি পজিটিভ না তাদের সিনেমায় নেয়াই উচিত না!
অনামিকা: তাই তো! আচ্ছা, আর কোন ক্ষেত্রে পরিবর্তন আশা করেন?
সভাপতি: এই ধরুন নাম পরিবর্তন..
অনামিকা: কি যে কন ভাই, আমরাতো এক্ষেত্রে ওভার এঙ্পার্ট! কয়দিন পর পরই নাম চেইন্জ করি..
সভাপতি: হুম কিন্তু যেটা আবশ্যক সেটা করি না। যেমন মহাখালি কে খালিনাই, গুলিস্তান কে গলিস্তান, ফার্মগেট কে কোচিংগেট নাম দেয়া যেতে পারে.....!
অনামিকা: হুম, মন্দ বলেননি! আমরা বর্তমানের রাজনীতি নিয়ে বেশ উৎকন্ঠার মধ্যে আছি! এক্ষেত্রে কি পরিবর্তন চান আপনি?
সভাপতি: আমার মনে হয় প্রতি ১ বছর পর পর নির্বাচন হওয়া উচিত!
অনামিকা: হায় হায়, কি বলেন! কেন?
সভাপতি: একটা সরকার যখন আসেন প্রথম প্রথম কাজ-কামের তোড়জোড় দেইখা মনে হয় নির্বাচনী ইসতেহার ফুলফিল করতে ১ বছরও লাগব না তারপর ৬ মাস যেতে না যেতেই নিজেদের ফুল(বোকা) হিসেবে ফিল(অনুভব) করতে থাকি! আবার নিবার্চনী সময়কাল শেষ হবার আগের ৬ মাস এরা পুরোদমে লোক দেখানো কাজ করে যায়! সুতরাং ৫ বছরের মধ্যে ১ বছর এরা ঠিক ঠাক কাজ করেন, সুতরাং আমার প্রস্তাবটা ভেবে দেখেন...........
অনামিকা: ওয়াও! তবে এখনকার যে অবস্থা চলতেছে তাতে কবে নির্বাচন হয় সেটা নিয়ে সব্বাই কনফিউজড! আপনার মেলা বুদ্ধির পরিচয় পাইলাম, আপনি একটা উপায় বলে দিন। তত্ত্বাবধায়ক সরকার নিয়া যে কাহানি চলতেছে এর সমাধান কি?
সভাপতি: আমার মতে তত্ত্বাবধায়ক সরকার থাকবে কি থাকবে না সেটা ঠিক করার জন্য ভোটিং সিস্টেম করা হোক। জনগন যেটাতে বেশী ভোট দিবে সে পদ্ধতিতেই নির্বাচন হবে!
অনামিকা: তাইলেতো আর সরকার গঠনের নির্বাচন ই হবে না! যে দলের সিদ্ধান্ত হেরে যাবে তারা ভুলেও নির্বাচনে অংশগ্রহন করবে না!!! আর চিরোচেনা ডায়লগতো আছেই, "কারচুপি হয়েছে"!
সভাপতি: এজন্যইতো বললাম পরিবর্তন চাই!
অনামিকা: আপনার প্রোগ্রাম শুরু হবার টাইম হয়ে গেছে, আপনাকে ছেড়ে দিচ্ছি..
সভাপতি: আরে ধুর, ইন্টারভিউ দিতে ভালই লাগতেছে। প্রোগ্রামটা এক ঘন্টা পরে স্টার্ট করলেও প্রবলেম নাইক্কা। বাংলাদেশে এইটা কমন ব্যাপার।
অনামিকা: আপনি না পরিবর্তনের লাইগা চিল্লাচিল্লি করতাছিলেন এতক্ষন!
সভাপতি: (আস্তে আস্তে) সামনে নির্বাচন, আমি এইবার স্বতন্ত্র প্রার্থী পদে দাড়াব!
তাই আগে থেকে ভাল ভাল কিছু কথা বলতেছি, পরে সব ঠিক হয়ে যাবে! অবাক হইয়েন না, এ দেশে এটাই ট্রেডিসন।
অনামিকা: হুম, অবাক হই নাই। শুধুমাত্র আপনার ব্যাপারে আমার ধারনাটা পরিবর্তন হয়ে গেল!
ধহধসরশধ.ধধহধ৯২@ুধযড়ড়.পড়স
পরিবর্তন চাই শীর্ষক এক সম্মেলনের মিডিয়া পার্টনার দেশের অনামধন্য পান ম্যাগাজিন থেরাপি! আর যথরীতি রিপোর্টার হিসেবে থাকছেন অনামিকা মন্ডল।
আমি এখন একটা প্যানেলের সামনে দাড়িয়ে আছি, প্যানেলটা অনেকটা ফানেলের মত দেখাচ্ছে। প্রোগ্রাম শুরু হবার আগে অনুষ্ঠানের একজন কর্ণধারের সাথে কথা বলতে চাচ্ছি। কিন্তু কথাবলার মত উপযুক্ত কাউকেই পাচ্ছি না, অনুষ্ঠানের সভাপতি, প্রতিনিধিগন উপস্থিত থাকলেও "উপ" যুক্ত মানে উপ-সভাপতি কিংবা উপ প্রতিনিধিগন কারোই খোজঁ মিলছিল না! অবশেষে অনুপযুক্ত সভাপতির সাথেই কথা বলার সিদ্ধান্ত নিলাম ! ওনার সাথেই আসুন কথা বলা যাক........
অনামিকা: ভাই অনুষ্ঠানতো শুরু হবে হবে ভাব আর আপনি এখনো ঝিমুচ্ছেন কেন?
সভাপতি: যখন আমার ঘুম আসেনা তখন বাংলা সিনেমা দেখতে যাই, গত রাতে একটা বাংলা সিনেমা সহ্য করেছিলাম! এখনো তার রিয়েকসন ফিল করতেছি......, ঘুমে কইলজা ফাডি যাইতেছে! যাউজ্ঞা, একটা পরিবর্তন লক্ষ্য করলাম সিনেমায়!!
অনামিকা: তাই নাকি!!! আমিতো জানতাম বাংলা সিনেমা ইউনিভারসাল ট্রুথ এর মত অপরিবর্তনশীল! তা কি পরিবর্তন লক্ষ্য করলেন?
সভাপতি: আমি রেগুলার যে হলে সিনেমা দেখি সেখানকার বড় টিভিটা মনে হয় নতুন কিনছে। আগেতো খালি ঝির ঝির করত, কাল দেখলাম ঝির ঝির করল না!
অনামিকা: ও! আপনার মতে বাংলা সিনেমায় আর কি পরিবর্তন আনা যেতে পারে?
সভাপতি: সিনেমায় প্রায়ই দেখা যায় কোনো রোগীর রক্তের প্রয়োজন পরলে রক্ত পাওয়া যায় না! আমার মতে যাদের রক্তের গ্রুপ বি পজিটিভ না তাদের সিনেমায় নেয়াই উচিত না!
অনামিকা: তাই তো! আচ্ছা, আর কোন ক্ষেত্রে পরিবর্তন আশা করেন?
সভাপতি: এই ধরুন নাম পরিবর্তন..
অনামিকা: কি যে কন ভাই, আমরাতো এক্ষেত্রে ওভার এঙ্পার্ট! কয়দিন পর পরই নাম চেইন্জ করি..
সভাপতি: হুম কিন্তু যেটা আবশ্যক সেটা করি না। যেমন মহাখালি কে খালিনাই, গুলিস্তান কে গলিস্তান, ফার্মগেট কে কোচিংগেট নাম দেয়া যেতে পারে.....!
অনামিকা: হুম, মন্দ বলেননি! আমরা বর্তমানের রাজনীতি নিয়ে বেশ উৎকন্ঠার মধ্যে আছি! এক্ষেত্রে কি পরিবর্তন চান আপনি?
সভাপতি: আমার মনে হয় প্রতি ১ বছর পর পর নির্বাচন হওয়া উচিত!
অনামিকা: হায় হায়, কি বলেন! কেন?
সভাপতি: একটা সরকার যখন আসেন প্রথম প্রথম কাজ-কামের তোড়জোড় দেইখা মনে হয় নির্বাচনী ইসতেহার ফুলফিল করতে ১ বছরও লাগব না তারপর ৬ মাস যেতে না যেতেই নিজেদের ফুল(বোকা) হিসেবে ফিল(অনুভব) করতে থাকি! আবার নিবার্চনী সময়কাল শেষ হবার আগের ৬ মাস এরা পুরোদমে লোক দেখানো কাজ করে যায়! সুতরাং ৫ বছরের মধ্যে ১ বছর এরা ঠিক ঠাক কাজ করেন, সুতরাং আমার প্রস্তাবটা ভেবে দেখেন...........
অনামিকা: ওয়াও! তবে এখনকার যে অবস্থা চলতেছে তাতে কবে নির্বাচন হয় সেটা নিয়ে সব্বাই কনফিউজড! আপনার মেলা বুদ্ধির পরিচয় পাইলাম, আপনি একটা উপায় বলে দিন। তত্ত্বাবধায়ক সরকার নিয়া যে কাহানি চলতেছে এর সমাধান কি?
সভাপতি: আমার মতে তত্ত্বাবধায়ক সরকার থাকবে কি থাকবে না সেটা ঠিক করার জন্য ভোটিং সিস্টেম করা হোক। জনগন যেটাতে বেশী ভোট দিবে সে পদ্ধতিতেই নির্বাচন হবে!
অনামিকা: তাইলেতো আর সরকার গঠনের নির্বাচন ই হবে না! যে দলের সিদ্ধান্ত হেরে যাবে তারা ভুলেও নির্বাচনে অংশগ্রহন করবে না!!! আর চিরোচেনা ডায়লগতো আছেই, "কারচুপি হয়েছে"!
সভাপতি: এজন্যইতো বললাম পরিবর্তন চাই!
অনামিকা: আপনার প্রোগ্রাম শুরু হবার টাইম হয়ে গেছে, আপনাকে ছেড়ে দিচ্ছি..
সভাপতি: আরে ধুর, ইন্টারভিউ দিতে ভালই লাগতেছে। প্রোগ্রামটা এক ঘন্টা পরে স্টার্ট করলেও প্রবলেম নাইক্কা। বাংলাদেশে এইটা কমন ব্যাপার।
অনামিকা: আপনি না পরিবর্তনের লাইগা চিল্লাচিল্লি করতাছিলেন এতক্ষন!
সভাপতি: (আস্তে আস্তে) সামনে নির্বাচন, আমি এইবার স্বতন্ত্র প্রার্থী পদে দাড়াব!
তাই আগে থেকে ভাল ভাল কিছু কথা বলতেছি, পরে সব ঠিক হয়ে যাবে! অবাক হইয়েন না, এ দেশে এটাই ট্রেডিসন।
অনামিকা: হুম, অবাক হই নাই। শুধুমাত্র আপনার ব্যাপারে আমার ধারনাটা পরিবর্তন হয়ে গেল!
ধহধসরশধ.ধধহধ৯২@ুধযড়ড়.পড়স
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thanks.