রিফাতের নতুন বই
ইন্দ্রজিৎ ইমন
'আচ্ছা বলতো প্রকাশণীকে কেন প্রকাশণী বলা হয়?' রিফাতের আজব প্রশ্ন শুনে
অবাক না হয়ে পারলাম না। বললাম, 'কি সব আজাইরা প্রশ্ন করিস? প্রকাশণী তো
প্রকাশণীই? যে প্রতিষ্ঠান থেকে বই প্রকাশ করা হয় তাকে প্রকাশণী বলে। এই কথা
গেদা বাচ্চারাও জানে,বুঝলি?' রিফাত আমাকে থামিয়ে বলল, 'তুই আমার প্রশ্নটা
বুঝতে পারিস নাই। আমি আসলে জানতে চাচ্ছিলাম প্রকাশণীর 'প্রকাশণী' নামকরনের
পেছনের কাহিনীটা...।
আমি ঠিক করেছি আমার নেঙ্ট বইটা এর উপরে লিখব। নামও ঠিক করে ফেলেছি। বইটার
নাম দিবো 'প্রকাশণীর প্রকাশণী নামকরণের গোপন রহস্য।' আমি হাসতে হাসতে
বললাম,'খুব ইন্টারেস্টিং তো!' রিফাত খানেকটা ভাব নিয়ে বলল,' আমার সব বইয়ের
নাম ও বিষয়বস্তু ইন্টারেস্টিংই থাকে।' আমি বললাম,'হুম,তা তোর কি মনে হয়?
কেন প্রকাশণীর এই নামকরণ?' রিফাত বলল, 'সেটাই তো ভাবছিরে দোস্ত,সেটাই
ভাবছি। প্রকাশণী কেন প্রকাশণীই হবে? প্রকারবি বা প্রকাসোম তো হতে পার তো!'
আমি মাথা নেড়ে একমত হলাম। আমার এই বন্ধুটা একটু বোকা ধরণের। যদিও নিজেকে বড়
ধরণের লেখক মনে করে মূলত সে লেখার 'ল'ও বুঝে না। কিন্তু তা সে মানতে
নারাজ। আমি তাকে জিজ্ঞেস করলাম, 'শোনলাম এইবারও নাকি তোর একটা বই বের হয়েছে
? রিফাত গর্বে সাথে বলল, 'হুম। আসলে ভক্তদের দাবির মুখে প্রতি বছরই কোন না
কোন বই বের করতে হয়। বুঝলি পাঠকদের কাছে আমি অনেক জনপ্রিয়। পাঠকরা আমার
বইয়ের অপেক্ষায় থাকে। তাই ওদের বঞ্চিত করতে চাই না বলেই বই বের করতে হয়।
আমি হাসতে হাসতে বললাম,'তুই জনপ্রিয় লেখক! দেশে কি লেখকদের আকাল পরেছে
নাকি?' আমার কথা শুনে রিফাত রাগ করে বলে,' তোরা আমার লেখার মূল্য কি বুঝবি?
তোরা তো পরে আছিস ফান ম্যাগজিনের গন্ডির ভিতরে। জানিস নতুন যে বইটা বের
করেছি সেই বইটা বেস্ট সেলার হবে বলে আমি আশা করছি। আমি যে সব সাবজেক্ট নিয়ে
বই বের করি সে সব সাবজেক্ট নিয়ে বাঘা বাঘা লেখকরাও বই লিখতে সাহস পায় না।'
আমি বললাম,'বুঝলাম। তো এইবারের বইটা কি নিয়ে লিখেছিস? বইটার কি নাম?'
রিফাত খানেকটা শান্ত হয়ে বলল,'ভালো একটা প্রশ্ন করেছিস। আমি এইবারের বইটা
মানুষের চিন্তা ভাবণা নিয়ে লিখেছি। আমি খেয়াল করে দেখেছি মানুষ চিন্তা
ভাবনাকে সিরিয়াস ভাবে নেয় না। কিন্তু আমার মনে হয় এটা ঠিক না। কারণ চিন্তা
ভাবণা ছাড়া কোন কাজই হয় না।যত সহজ কাজই হোক না কেন,সেটা করার আগে চিন্তা
করে কাজটা করা জরুরি। যাইহোক,আমি আমার এই মহা মূল্যবান বইটির নাম
দিয়েছি,'কাজ কম,চিন্তা বেশি।''
রিফাতের নতুন বইয়ের নাম শুনে আমি হাসতে
হাসতে বললাম, 'এখন বুঝতে পারছি কেন প্রকাশণীকে প্রকাশণী বলে।' রিফাত আমার
কথা শুনে খুশি হয়ে বলে,'তাই!!'
আমি বললাম,'হুম,তাই। আসলে তোদের মতো
লেখকদের জন্যই প্রকাশণীকে প্রকাশণী বলা হয়।' রিফাত বলল,'মানে?' আমি বললাম,
'তোদের মতো লেখকদের বই বের করে প্রকাশকরা নিজেদের কপালে শনি নিয়ে আসে তো
তাই প্রকাশণীকে প্রকাশণী বলা হয়। মানষ রেগে গেলে তার বুদ্ধি হৃাস পায়
কথাটার সত্যতা প্রমাণ করে রিফাত আমার কথার প্রতিবাদ করে বলল, 'কেন
প্রকাশকের কপালে শনি আসবে? আমি কি প্রকাশকদের টাকা দিয়ে বই বের করেছি নাকি।
আমি তো নিজের টাকা দিয়ে বই বের করেছি। যদি কপালে শনি থাকে তো আমার থাকবে। '
কথাটা বলেই রিফাত বোকা হয়ে যায়। সে যে নিজের টাকা খরচ করে প্রতি বছর বই
বের করে এই গোপন তত্ত্ব ফাঁস হওয়ায় সে আর আমার মুখের দিকে তাকাতে পারছে না।
এদিকে আমি ভালোই মজা পাচ্ছি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thanks.