মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০১১

দেখে নিও by anamika mandal.


cartoon indrajit emon.
দেখে নিও
অনামিকা মন্ডল

আমি চলে যাব চাদেঁ নয়তোবা ছাদে
দেখেনিও একদিন,
লাফ দেবো পর্বত থেকে নয়তোবা খাট থেকে
ভুল হবেনা ক্ষীণ।
ভাঙবো আমি রেকর্ড নয়তোবা কিবোর্ড
আজ অথবা কাল,
আমি করবো আবিস্কার নয় করবো পরিস্কার
কালো ঘরের চাল।
উঠবো হিমালয়ের উপর নয়তোবা গাছের উপর
ধান অথবা কচু গাছ,
আমি মারবো জ্যান্ত খাসি নয়তোবা মশা মাছি
এমনকি ঈলিশ মাছ।

আমি পারিনা এমন কিছু আছে কেন মিছু মিছু
কেউ জানোনা আমার ক্ষমতা, কিন্তু হৃদয়ে শুধু মমতা।

২টি মন্তব্য:

thanks.