শনিবার, ৩১ ডিসেম্বর, ২০১১

ডিজিটাল রাশিফল! by অনামিকা মন্ডল।

ডিজিটাল রাশিফল!
শুরুতেই স্টার্ট করতেছি নিউ ইয়ারের শুভেচ্ছা দিয়ে। আপনাদের সারা বছরটা কেমন কাটবে সেটা আপনি জানেন, কিন্তু ১ম দিনটা কেমন কাটবে সেটা আমি জানি। আর তা জানাচ্ছি আমি অনামিকা মন্ডল।

কুম্ভ রাশি: আপনার ঘুমটা একটু বেশী বাট বেপার না। আপনার গত বছরের ক্লান্তি, দুঃখ কে ডিলিট করে দিন এমনকি দিলের রিসাইকেল বিন থেক্‌েও। তারপর কয়েকবার রিফ্রেশড হয়ে একটা ঘুম দিন, পরে নিজেকে আরেকবার সেটআপ দিয়ে কাজ শুরু করুন দেখবেন সম্পূর্ন ভাইরাস ফ্রি হয়ে কাজ করতে পারছেন!
মীন রাশি: আপনার মনটা আজ চায়না সেট এর মল্টিমিডিয়া অপশনের মতই থাকবে। মানে অনেক গরজ্‌িওয়াজ বাট যেকোন সময় মুড অফ হয়ে যেতে পারে। আজ আপনার মনের ব্লুটুথটা অফ রাখবেন কেননা আশপাশ থেকে কেউ দঃসংবাদ সেন্ট করতে পারে।
মেষ রাশি: আপনার মনটা আজ অতিরিক্ত প্রফুল্ল থাকবে যেটা আপনার দুঃশ্চিন্তার কারণ হতে পারে। তাই আপনার মনের ভারসাম্য আনতে গত সিরিজের বিডি ক্রিকেটারদের ব্যটিং হাইলাইটস দেখতে পারেন অথবা হলে গিয়ে সাকিব-ডিপজলের মুভি দেখে আসতে পারেন আশা করি মনের প্রফুল্লতা সুইসাইড করবে।
বৃষ রাশি: আজ আপনার মনে কিছু না প্‌াওয়ার হতাশা ভর করতে পারে। এর জন্য আপনি ইন্টারনেটের গুগল ব্যবহার করে দেখতে পারেন, আশা করি যা চান তার চেয়ে বেশী কিছু পেয়ে যাবেন। আজ আপনার সৌভাগ্য সংগীত হতে পাওে " হোয়াই দিজ কোলাভরি কোলাভরি কোলাভরি ডি" গানটা।
মিথুন রাশি: হা হা হাসিখুশিতে কাটতে পারে দিনটা আজ তাই বাইরে বের হ্‌ওয়ার আগে এবং পরে আপনার মুখের প্রতিটি ডিজিট মানে দাতঁ ব্রাশ করতে ভুলবেন না। অকালেই যে আপনার চুল নড়ছে এবং দাতঁ পাকছে এটা নিয়ে টেনশন না করাটাই বেটার। আজ আপনার সৌভাগ্য খাবার পানতা ভাতের চরচরি।

কর্কট রাশি: আজকের দিনটা খুব রক্ষনাত্মক ভাবে মোকাবেলা করুন। আশে পাশে শত্রুরা আপনাকে আউট করার জন্য একের পর এক স্পিন অ্যাটাক করছে, আপনি ভুল্‌েও কোন বিষয় উড়িয়ে দিয়েননা। তাহলেই ক্যাচ আউট হয়ে যেতে পারেন! আজকের দিনে আপনার সৌভাগ্যসূচক খেলা হচ্ছে কুতকুত।
সিংহ রাশি: আজ আপনার প্রেমের ব্যাপারটা একটু জটিল, তাই পলিটিকালি হ্যান্ডেল করতে হবে। আর এর জন্য বিটিভির হেল্প নিতে পারেন। একজনের খারাপ দিকটা কি করে ধামাচাপা দিয়ে সুনাম গাইতে হয় সেটা শিখতে বিটিভির চেয়ে ভাল চিটার থুক্কু টিচার আর পাবেন না! এটুকু শিখতে পারলেই আমি আপনার প্রেমের লাইফ গ্যারান্টি দিয়ে দিতে পারবো।
কন্যা রাশি: আজ খুব হিসাব নিকাশ করে পথ চলবেন, একদম পা গুনে গুনে! রেড্‌িও জকি দের মত বেশী কথা বলতে যাবেন না, ফেসে যেতে পারেন! কাউকে কিছু বলতে চাইলে আপনার দিলের ম্যাসেজ অপশনে যান দ্যান টাইপ করুন আপনার মনের সব কথা দ্যান পাঠিয়ে দিন তার দিল নাম্বারে। উইথআউট খরচ কি সুন্দর সিসটেম!
তুলা রাশি: আজ আপনাকে কিছু পরীক্ষা ফেস করতে হতে পারে! তাই আজ ফটোকপি মেশিনের মত কাউকে অনুসরণ করা ঠিক হবেনা। আপনাকে প্রিন্টারের মত কাজ করতে হবে যেখানে আপনি এডিট করার সুবিধা কাজে লাগিয়ে নতুন কিছু তৈরী করতে পারবেন।
বৃশ্চিক রাশি: আজ আপনার দিনটা বেশ মেলানো মেশানো। অন্যের তথ্য আদান প্রদান করতে করতে নিজেকে পেন ড্রাইভ অথবা মেমরি কার্ড মনে হতে পারে তাই বলে হতাশ হবার কিছু নাই কেননা আজকাল পেন ড্রাইভক্‌েও নাকি মডেম হিসেবে ব্যবহার করা যায়!
ধনু রাশি: আজ আপনি পারলে সকালে উঠেই গ্রামারের ট্রান্সফরমেশনটা রিভিশন দিয়ে রাখতে পারেন কারণ আজকের কমপ্লেঙ্ কমপ্লেঙ্ ঘটনা গুলো সিম্পলে কনভার্ট করে নিতে পারলে উপকৃত হবেন। আজ আপনার সৌভাগ্যসূচক বাগধারা হচ্ছে " ছেড়ে দে মা কেদেঁ বাচি"।
মকর রাশি: বছরের প্রথম দিনট্‌াও ঘোড়ারডিম দিয়ে শুরু হলো বলে নিজের উপর রেগে যেতে পারেন। আর রেগে গেলেই হেরে যাবেন সুতরাং আরেকজন জিতে যাবে। তাই নিজেকে পরোপকারী ভাবতে পারেন!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thanks.